ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি বলেছেন, বিএনপির কালো পতাকা মিছিল নতুন করে সন্ত্রাস নৈরাজ্যের তৎপরতা। দেশের জনগণকে সাথে নিয়ে অশুভ শক্তির এই তৎপরতাকে মোকাবেলা করা হবে। আজ শনিবার রাজধানীর মতিঝিল এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের কর্মীদের সতর্ক থেকে দেশের মানুষের যানমালের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান স্থানীয় এই সংসদ সদস্য। বাহাউদ্দিন নাসিম আরও বলেন, যখনই কোন দুর্ভোগ দূর্বিপাক দেখা দিয়েছে তখনই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের কর্মীরা। বিপরীতে বিএনপি দেশের মানুষের সংকট এবং দুর্বলতার সুযোগ নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়েছে। সাম্প্রদায়িক এই বিষবাস্প সৃষ্টিকারীদের প্রতিহত করারও ঘোষণা দেন তিনি।
Discussion about this post