স্টাফ রিপোর্টার: রাজধানী কদমতলী দনিয়া এলাকায় বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোঃ নাজমুল সাকিব নিলয়(১৬) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু। শুক্রবার(০২ ফেব্রুয়ারি)রাত সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতে মা নাজনীন আক্তার জানান, আমার ছেলে দনিয়া এ কে হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী।বিকেল সাড়ে চারটার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় বলে আমাকে জানিয়ে যা।পরে কয়েকজন বন্ধু মিলেতাকে রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় বাসায় রেখে যায় বলে একটি ছাদ থেকে নিলয় পড়ে গিয়ে অচেতন হয়েছে এ কথা বলে দ্রুত বাসা থেকে চলে যায় আমি তাদেরকে চিনিও না। দ্রুত তাকে অচেতন অবস্থায় আমার ছেলেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি জানান, আমার ছেলে ভালো অবস্থায় গেল ফিরল লাশ হয়ে আমার ধারনা ওরাই আমার ছেলেকে মাইরা ফালাইছে বলে কাঁদতে লাগে। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলা দাউদকান্দি থানা জিংলাতলী গ্রামের মোঃ মোবারক হোসেনের সন্তান। বর্তমানে, কদমতলী দনিয়া সরাইল মসজিদ রোড এলাকার ৬৬৪/এ নম্বর বাসায় ভাড়া থাকি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ দহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা।হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post