ঢাকা: মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের সামনে অবস্থান নিয়ে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করার এমন দাবি জানায় তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করলে মেট্রো কর্তৃপক্ষ সরকারের সাথে কথা বলে ভাড়া কমানোর আশ্বাস দেন। তারা অভিযোগ করেন, এমনিতেই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মেট্রো ভাড়া অনেক বেশি। এ অবস্থায় একজন শিক্ষার্থীর জন্য মেট্রো ভাড়া অনেক। সরকার শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজ করতে অঙ্গীকার করলেও ভাড়ার ক্ষেত্রে ছাড়ের বিষয়টি মাথায় রাখেনি। তাই মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলতে থাকবে বলে জানান শিক্ষার্থীরা।
Discussion about this post