বিশেষ প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৭ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম। ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন তাবলীগ জামাত, ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান৷ আর বাংলায় তরজমা করে দিচ্ছেন মাওলানা আব্দুল মতিন ৷ শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালের তীব্র শীত উপেক্ষা করে লাখ লাখ মুসল্লী অবস্থান করছেন টঙ্গীর তুরাগ তীরে৷ আত্মশুদ্ধি ও পরকালীন মুক্তি লাভের আশায় নানা নসিহতপূর্ণ বক্তব্য শুনছেন আগতরা ৷ জোহরের নামাজের পর আম বয়ান করবেন মাওলানা ইসমাইল গোধরা ৷ এছাড়া আজ আসরের নামাজের পর যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে ৷ মাগরিবের নামাজের পর আবারও শুরু হবে বয়ান এভাবেই চলবে এশার নামাজ পর্যন্ত ৷ এছাড়া খিত্তাভিত্তিক যে সমস্ত ছোট দল রয়েছে তারা জিম্মাদার এর অধীনে নানা ধরনের শরীয়াতি প্রশিক্ষণ নিচ্ছেন ৷ এদিকে এখন পর্যন্ত নানা অসুস্থতা জনিত কারণে এবারের প্রথম পর্বের ইজতেমায় সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে ৷
Discussion about this post