মোস্তাফিজুর রহমান সুজন,পটুয়াখালী: পটুয়াখালীতে শীত মৌসুমে সকাল থেকে চলছে মুশলধারায় বৃষ্টি। ১ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে মুশলধারায় বৃষ্টি হওয়ার কারনে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলোর জীবন পরছে বিপাকে। অসিজনে বৃষ্টি হওয়ার কারনে ঘর বন্ধি হয়ে পরেছে খেটে খাওয়া দিনমজুর মানুষ গুলো সকাল রাস্তার বিভিন্ন যায়গায় বৃষ্টিতে আশ্রয় নিতে দেখা গেছে বিভিন্ন পেশাজীবি মানুষ গুলো। রিক্সা ও অটোরিকশা চালিত ড্রাইভাররা বলেন সকাল থেকে কুয়াশার কারেন রিকশা নিয়ে আমরা বাহিরে বের হইতে পারি নাই তার উপর এহন বৃষ্টি হইতেছে আজকে গাড়ির জমা টাকা উঠাইতে দায় হয়ে যাইবে তারপর সংসারের বাজার খরচ। অটোরিকশা চালিত ড্রাইভার মো. জাকির বলেন শীতে এমনিতেই কুয়াশায় রাস্তাঘাট ঢাইকা রইছে আবার ঠান্ডাও পরছে তারমধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আজকে মালিককে গাড়ির জমা দিমু কি আর নিজেরা খামু কি মাথায় কাম করেনা। বাড়িতে ও মহল্লায় মাছ বিক্রেতা সোবাহান মিয়া বলেন বাজরে গিয়ে কিছু মাছ আনলাম বৃষ্টি কারনে নামতে না পারলে মাছ পচঁবে দামও কমবে বৃষ্টি থামলে বাড়ি যামু। দুধওয়ালা করিম মিয়া বলেন, আমি গ্রাম থেকে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ এনে শহরের বাসাবাড়িতে বিক্রি করে জীবিকা নির্বাহ করে সংসার চালাই বৃষ্টিতে আটকে পরার কারনে বেচা বিক্রি করতে পারিনাই এখন সময় মতো দুধ বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে জেতে পারে। চাকরিজীবী মানুষরা বলেন প্রাইভেট কোম্পানিতে কাজ করি সময় মতো কর্মস্থলে না যাইতে পারলে বেতন কর্তন হইবে একদিকে ঠান্ডা অন্যদিকে বৃষ্টি বড় ঝামেলয় আছি এখন।
Discussion about this post