মো: আমিনুল ইসলাম তপু
নিশীত আঁধারে একাকী নিরালায় নির্জন কুহেলিকার আর্তচিৎকার।
হরিণ নয়না প্রিয়তমার চোখে হারিয়ে যাওয়া,
কালো কেশের আলতো দোলে শিহরিত হওয়া।
কত কি আবেগঘন স্মৃতি বিজরিত মুহুর্ত।শিশির ভেজা দুর্বা ঘাসে,আলতা রাঙা খোলা পায়ে,
প্রিয়ার হেলে-দোলে হেটে চলা,
অপলক নয়নে তাকিয়ে দেখা।
শীতের অসল দুপুরে বেলকনিতে বসে,
চায়ের কাপে চুমুক দিতেই প্রিয়ার কমলা কোয়ার ন্যায় রসালো উষ্ঠের নির্লজ্জ কম্পন ভেসে উঠে অক্ষি গোচরে।
শিশু কিশোর যৌবন পেরিয়ে আজ যখন,
হিসেবের খাতা খুলে দেখি-শুন্য ছাড়া আর অবশিষ্ট নাহি কিছু।
প্রিয়ার কালো চুল আর কালো নেই।
পাঁক ধরেছে সেই কবে!
হরিণ নয়না আজ কবিতায় নেই,
ভাঁজ পরেছে কপোলে।
রচনাকাল: ১ ফেব্রুয়ারি ২০২৪ ইংকবি:
মো: আমিনুল ইসলাম তপু
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট
নির্বাহী সম্পাদক, সময় নিউজ 24 ডটকম
কার্যকরী সদস্য, ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ।
আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদ, ঢাকা দক্ষিণ।
চেয়ারম্যান, রেনেসাঁ হেলথ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি।
Discussion about this post