ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কালো পতাকা কর্মসূচি অবৈধ। অনুমতি না নিয়ে রাজপথে ফ্রি স্টাইলে কর্মসূচি দিলে সরকার চুপচাপ বসে থাকবে না। বুধবার (৩১ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপির কালো পতাকা কর্মসূচির পক্ষে দেশের জনগণের কোনো সমর্থন নেই। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত। তারা এখন পথহারা পথিক দিগবিদিক হাঁটছে। সংসদ ফাংশনাল হবে না। জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের মন্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংসদ ফাংশনাল না হলে জি এম কাদের কেন আসলেন। স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে নিয়ম লঙ্ঘন করে জিএম কাদের তার বক্তব্যে তুলকালাম কাণ্ড ঘটিয়েছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার অ্যাকশনে আছে জানিয়ে বলেন, যারা সিন্ডিকেট করবে তাদের ছাড় দেয়া হবে না।
Discussion about this post