স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সামনে ফুটপাত উচ্ছেদ অভিযান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন(ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়। এই সময় শতাধিক দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল চারটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন (ডিএসসিসির) নির্বাহীম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম জানান, আমরা প্রতিনিয়ত মেয়রের নির্দেশেই উচ্ছেদ অভিযান করে থাকি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ জায়গা,এখানে প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসা সেবা নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন। ঢাকা মেডিকেলের ফুটপাতে অবৈধ দখলমুক্ত করার জন্য এই অভিযান মেয়র মহোদয়ের এই নির্দেশনা পরিপ্রেক্ষিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তায় উচ্ছেদ অভিযান করা হয়েছে। তিনি আরো জানান, ঢাকা মেডিকেলের সামনে ফুটপাতের রাস্তায় যতগুলো অবৈধ দোকানপাট ছিল সেগুলো আমরা উচ্ছেদ করেছি তাদের বারবার বলার সত্ত্বেও তারা এই ফুটপাত অবৈধভাবে দখল করে সেই করনে আমাদের নিয়মিতভাবে অভিযান পরিচালনা হবে বলে বলেও জানান তিনি।
Discussion about this post