ঢাকা: আগামী ৯ মার্চ কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, দুই সিটি করপোরেশনেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আনিছুর রহমান বলেন, এবারও ৫ ধাপে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের নির্বাচন। এপ্রিলে প্রথম ধাপের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post