ঢাকা: বিশ্ব ইজতেমা ও বই মেলার জন্য মেট্রোরেলের সময় বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের লাইন সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই চলছে বলেও এ সময় জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত লাইন বৃদ্ধির ফিজিবিলিটির কাজ চলছে। এর আগে ডিএমটিসিএল এমআরটি লাইন-৬ এর অভ্যন্তরে প্রশাসনিক ভবনের ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, সেপ্টেম্বরে পাতাল রেলের কাজ শুরু করা যাবে। নভেম্বরে এমআরটি লাইন-৫ এর উড়াল অংশের কাজ শুরু হবে। ইজতেমা ও বইমেলা উপলক্ষে সময় বাড়ানো হবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইজতেমা ও বইমেলা উপলক্ষে মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর বিষয়টি আলোচনা করে জানানো হবে।
Discussion about this post