ঢাকা: সংসদীয় দলের সিদ্ধান্তে নূর ই আলম চৌধুরী চিফ হুইপ ও বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন। বরাবরের মতো আবারও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ সর্বসম্মতিক্রমে তাদের নির্বাচন করে। এদিন সকালে জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন দ্বাদশ জাতীয় নির্বাচনে জয়লাভ করা আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্য। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের মধ্য দিয়ে মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ২২২টি আসন লাভ করেছে তারা। এখন নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন সেই জল্পনাই ঘুরপাক খাচ্ছে জনমনে। গত ৭ জানুয়ারি রোববার সারাদেশে একযোগে ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগ ২২২টি, স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্যরা ৩টি আসনে জয়লাভ করে।
Discussion about this post