বিনোদন ডেস্ক: নৌকার পক্ষে প্রচারে নেমেছেন অভিনয় শিল্পীরা। এর ধারাবাহিকতায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. কামরুল হাসান খানের পক্ষে ভোট চাইছেন একঝাঁক তারকা। মঙ্গল ও বুধবার দিনব্যাপী তারা ঘাটাইলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। নাট্যকার মামুনুর রশীদের নেতৃত্বে অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী তানভীন সুইটি, মনিরা আক্তার মিঠু ও ঊর্মিলা শ্রাবন্তী করসহ আরও অনেকে ঢাকা থেকে ঘাটাইলে আসেন। পরে বিভিন্ন স্থানে নৌকার ভোট চান। এ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি নাট্যকার মামুনুর রশীদের ছোট ভাই। অভিনয় শিল্পীরা ঘাটাইল উপজেলার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। জনপ্রিয় এসব অভিনয় শিল্পী আসার খবরে উৎসুক জনতা ও ভোটাররা তাদের একনজর দেখতে ভিড় করেন। অনেকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। সেই সঙ্গে ভোটাররা অভিনয়শিল্পীদের সঙ্গে খুব কাছে থেকে কথা বলেন। নাট্যকার মামুনুর রশীদ বলেন, নৌকা বঙ্গবন্ধুর মার্কা, স্বাধীনতার মার্কা, শেখ হাসিনার মার্কা, উন্নয়নের মার্কা। অপশক্তি রুখতে নৌকার কোনো বিকল্প নেই। তাই নৌকার পক্ষে মাঠে নেমেছি। নৌকার পক্ষে জনগণের সাড়া জেগেছে। আশা করি ঘাটাইলে নৌকা বিজয়ী হবে। নৌকা প্রতীকের প্রার্থী ডা. কামরুল হাসান খান জানান, স্বতন্ত্র প্রার্থী রানার লোকজন আওয়ামী লীগ কর্মীদের বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এর মধ্য দিয়ে তারা দলীয় কর্মীদের আতঙ্কের মধ্যে রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ভোটারকে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।
Discussion about this post