স্টাফ রিপোর্টার: রাজধানী কদমতলী মোহাম্মদবাগ এলাকায় প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা কাটা- কাটির এক পর্যায়ে স্বামীর উপর অভিমানে মোছাঃ শম্পা আক্তার(২৩) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। মঙ্গলবার (০২ জানুয়ারি) রাত সোয়া ১১ টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের চাচা মোঃ সুমন জানান,আমার ভাতিজির স্বামী জাহাঙ্গীর সরদার সাইপ্রাস থাকে।বিকালের পারিবারিক বিষয় নিয়ে মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া হয়।পরে তার নিজের রুমে গিয়ে স্বামীর উপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়।পরে আমরা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,নিহতের গ্রামের বাড়ি, মাদারীপুর সদর জেলার শপথ ব্যাপারীর কন্যা সন্তান।বর্তমানে,আহম্মদবাগ এলাকায় এক ছেলে এক মেয়েকে নিয়ে থাকতেন। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোছাঃ জিন্নাত আরা রূচি জানান,আমরা খবর পেয়ে কদমতলী আহম্মদবাগ এলাকার একটি ৫তলা বাসায় উপস্থিত হয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। আমরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি,প্রবাসী স্বামীর সাথে মুঠোফোনে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।ময়নাতদন্তের জন্য মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Discussion about this post