আন্তর্জাতিক ডেস্ক: চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে রাশিয়ার সীমান্তবর্তী এলাকা বেলেগোরদে হামলা চালিয়ে ১৪ জন রাশিয়ার নাগরিককে মারা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) বিবিসির এক ভিডিওতে এই আক্রমণের দৃশ্য উঠে আসে। এদিকে এ হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো। যদিও এই হামলার ব্যাপারে এখনও মুখ খোলেনি কিয়েভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করে ইউক্রেন এই বর্বরোচিত হামলাটি করেছে। যেখানে বিশ্বের ১১০ টি দেশে নিষিদ্ধ ক্লাস্টার বোমার ব্যবহার করেছে কিয়েভ। এই হামলাকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়ে রাশিয়ার পক্ষ থেকে এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানানো হয়েছে।
Discussion about this post