ঢাকা: স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে নির্বাচন কমিশনে জমা দেয়ার বিধান নিয়ে ফের ক্ষোভ প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি এটিএম মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ এমন মন্তব্য করেন। স্বাক্ষর দিয়ে দেয়া মানে ভোট আগেই দিয়ে দেয়া, অথচ ভোট হবে গোপনে- এমন মন্তব্য করেছেন ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতিরা। আদালত বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার ক্ষেত্রে তারা কমিউনিটির জন্য কি কাজ করেছে তার তালিকা চাইলে তার পেছনে একটা যুক্তি থাকতে পারে। কিন্তু এক শতাংশ স্বাক্ষরের তালিকা চাওয়া হয়েছে যা অনেক প্রার্থী ঘরে বসে নিজে নিজে দিয়ে দেয়। এছাড়া, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিট খারিজ করে আদালত। পাশাপাশি, কুমিল্লা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুনের প্রার্থিতা হাইকোর্টেও বৈধ ঘোষিত হয়। অন্যদিকে, গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি আলম আহমদের প্রার্থিতা বাতিল চেয়ে আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমির লিভ টু আপিল ২ জানুয়ারি ফুল বেঞ্চে শুনানির জন্য পাঠায় চেম্বার আদালত।
Discussion about this post