স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মৃত নাদিরা আক্তার পপি (৩৫) ও ৩ বছরের শিশু ইয়াসিনের মরদেহ হস্তান্তর। মঙ্গলবার(১৯ ডিসেম্বর)ঢাকা মেডিকেলের মর্গ থেকে নিহতের স্বামী মিজানুর এর কাছে বিকেল সাড়ে তিনটার দিকে লাশ হস্তান্তর করা হয়। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহাম্মেদ বিশ্বাস তিনি জানান, বিএনপির ডাকা চলমান হরতালে ভোরে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় এতে গৃহবধূ নাদিরা আক্তার পপি ও তাঁর তিন বছরের শিশুসন্তান ইয়াসিন ময়নাতন্ত্র ছাড়াই সুজনের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মোট চারজন দগ্ধ হয়ে মারা যান।
Discussion about this post