স্টাফ রিপোর্টার: রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারী শিশু সহ ট্রেনের যাত্রীর মৃত্যু। নিহরা হলেন, মোছাঃ নাদিয়া আক্তার পপি (৩৫)ও তার ছেলে মোঃ ইয়াসিন (০৩),অজ্ঞত;পুরুষ (৪০),ও অজ্ঞাত পুরুষ (৩৫)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে সকাল সাতটার দিকে পাঠানো হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার পরিদর্শক মোঃ ফেরদৌস জনান, আমরা জানতে পারি তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস দুর্বৃত্তরা আগুন দিয়েছে এই ঘটনায় চারজন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আমরা চার জনের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠাই। তিনি আরো জানান, আমরা নিহতের মধ্যে চারজনের পরিচয় জানতে পেরেছি,নিহতরা হলেন, মোছাঃ নাদিয়া আক্তার, তার তিন বছরের ছেলে ইয়াসিন,বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নিচার বিস্তারিত জানার চেষ্টা চলছে। মা ছেলের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার বরুড়া থানার ফজলুল রহমানের কন্যা সন্তান, বর্তমানে, তেজগাঁও তেজকুনি পাড়া এলাকায় স্বামী মিজানুর রহমানের সঙ্গে থাকতেন।
Discussion about this post