ঢাকা: রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পরে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনসহ পুলিশের বিভিন্ন সংগঠন ও ইউনিটের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
Discussion about this post