স্টাফ রিপোর্টার: ইন্টারন্যাশনাল প্রেস কমিউনিটি অব বাংলাদেশ (আইপিসিবি) এর নির্বাহী কমিটির সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (২৮ নভেম্বর) সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আনজুমান আরা শিল্পীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজী তুষার আহমেদ, সিনিয়র সহসভাপতি দেওয়ান মশিউর রেজা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাজু মির্জা, অর্থ আফরোজা আক্তার, সাংগঠনিক সম্পাদক রহিমা খানম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে সোহাগ হোসেন, নির্বাহী সদস্য উজ্জল মোল্লা, নিভেল পারভেজ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর পালন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে সংগঠনটি। গত ২ অক্টোবর পারষ্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ এবং পেশার মাধ্যমে দেশ ও বর্হিবিশ্বের সাংবাদিকদের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।
Discussion about this post