স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রোববার সকাল পৌনে ১০টায় গণভবনে প্রবেশ করেন তিনি। সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশ করতে দেখা গেছে। আওয়ামী লীগ সভানেত্রী মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গত শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। ’
Discussion about this post