বিনোদন ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেতা জেমি ফক্স। এই অভিনেতার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন এক নারী। গতকাল বুধবার তাঁর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। জেইন ডো নামের সেই নারীর অভিযোগ, ২০১৫ সালে ম্যানহাটানের এক রেস্তোরাঁয় তাঁকে যৌন হেনস্তা করেছেন ফক্স। তাঁর ভাষ্য, তিনি ও তাঁর বন্ধুই সেই রেস্তোরাঁয় গিয়েছেন, এক কোণে ফক্সকে দেখে তাঁর সঙ্গে ছবি তুলতে যান। ছবি তোলার পর নিপীড়নের শিকার হন তিনি। তিনি শারীরিক ও মানসিকভাবে আঘাত পেয়েছেন; উদ্বেগে ভুগছেন বলে জানান ভুক্তভোগী জেইন ডো। তবে এ বিষয়ে জেমি ফক্সের প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি। ২০০৪ সালে ‘রে’ সিনেমায় গায়ক রে চার্লসের চরিত্রে অভিনয় করে অস্কার পেয়েছেন ৫৫ বছর বয়সী ফক্স। আরেক সিনেমা ‘কোলাটেরাল’-এ অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে অস্কারে মনোনয়নও পেয়েছিলেন তিনি।
Discussion about this post