ঢাকা: জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার আন্তরিকতার পরিচয় দেবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। বুধবার (২২ নভেম্বর) সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ উপলক্ষে এ কথা বলেন তিনি। এর আগে সকাল ১১টা থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিক্রি। গত ২ দিনে বিক্রি হয়েছে ১১৫০ টি মনোনয়ন ফরম। বুধবার দুপুর পর্যন্ত আরও বিক্রি হয়েছে শতাধিক ফরম। বিপুল আগ্রহ ও উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন জাতীয় পার্টির প্রার্থীরা। তবে জোটে নাকি এককভাবে ভোট করবে দলটি, সে সিদ্ধান্ত এখনও না আসায় কিছুটা সংশয়ে রয়েছেন প্রার্থীরা। এ দিকে নেতাকর্মীদের বাড়তি চাপে নির্ধারিত সময়ের পর আজও মনোনয়ন ফরম বিক্রি করছে তৃণমূল বিএনপি। সকাল থেকে ফরম বিক্রি হয়েছে ৮৬টি।
Discussion about this post