স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে ট্রাকের ধাক্কায় আকরাম (৩০)নামে এক যুবকের নিহত হয়েছে। সোমবার(২০ নভেম্বর) রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া বারটার দিকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আলী জানান,আমরা খবর পেয়ে গুলিস্তান জিরো পয়েন্টে্য এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওই যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,স্থানীয় লোকদের মুখে জানতে পারি ঐযুবক ভবঘুরে প্রকৃতির ছিল রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে গুরতর আহত হন পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম ছাড়া কিছু জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে মরদেহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ট্র্যাকটি দ্রুত গতিতে ওই এলাকা থেকে পালিয়ে গেছে সিসি ফুটেজ দেখে ওই ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Discussion about this post