স্টাফ রিপোর্টার: রাজধানীর কদমতলীর একটি স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় চার দগ্ধ।দগ্ধরা হলেন, মোঃ মাজহারুল ইসলাম(৩৭),আজহারুল ইসলাম(৩৫),মোঃ রবিউল (২৭) ও মোঃ শাহ আলম (৩৫)। দগ্ধরা সবাই শ্রমীক। শনিবার (১৯ নভেম্বর) রাত ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক ডা.মোঃ তরিকুল ইসলাম জানান,কদমতলী থেকে দগ্ধ হয়ে চার শ্রমিক বার্নে এসেছে। তাদের মধ্যে মাজহারুল ইসলামের ১ শতাংশ দগ্ধ হয়েছে ,মোঃ আজহারুল ইসলাম ৮ শতাংশ দগ্ধ হয়েছে,মোঃ রবিউল ইসলাম২৬ শতাংশ দগ্ধ হয়েছে ও মোঃ শাহ আলম সাসপেকট ইনহেলিশন ইনজুরি হয়েছেন। তাদের ৪জন কে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
Discussion about this post