সৌমিত্র সুমন ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় হানিফ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় ফখরুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা এগারোটার দিকে শেখ কামাল সেতুর উপরে এ ঘটনা ঘটে। মৃত ফখরুল সুনামগঞ্জ জেলার ছাতক থানার আকিপুর গ্রামের আজির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পথচারি ফখরুল শেখ কামাল সেতুর উপরে ছিলো। এসময় কুয়াকাটা থেকে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটি(ঢাকা মেট্রো ব-১৫-৬৪-২৯) তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, নিহতের পকেট থেকে জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। তবে তিনি সেতুতে কিভাবে দুর্ঘটনায় পতিত হলেন সে বিষয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
Discussion about this post