স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ৪ নম্বর ধোপার গেইট এলাকা থেকে অজ্ঞাত ১ দিনের মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(১৮ নভেম্বর)সকাল সাড়ে দশটার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানা উপ-পরিদর্শক(এসআই)মোঃ বজলুর রহমান জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ৪ নম্বর ধোপার গেট এলাকায় সাদা পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় তাকে পাই। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, কোন এক ব্যক্তি সবার অগোচরে নবজাতকের মরদেহটি ওই জায়গায় ফেলে রেখে যায় পরে এলাকার লোকজন খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান।
Discussion about this post