ঢাকা: তফসিল প্রত্যাখ্যান এবং সরকারের পদত্যাগ দাবিতে আগামী ১৯ ও ২০ নভেম্বর রবি ও সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১২টায় গণ অধিকারের নিজ কার্যালয় থেকে তফসিল প্রত্যাখ্যান ও অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। এরপর বিএনপি কার্যালয় ঘুরে এসে বিজয়নগর পানির ট্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণ অধিকার পরিষদ। এসময় বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক। সমাবেশ শেষে দুই দিনব্যাপী হরতালে ঘোষণা করে সাধারণ মানুষকে সমর্থনের আহবান জানিয়েছেন নুরুল হক নূর। একইসাথে সড়কে যান চলাচল না করতেও আহ্বান জানান তিনি।
Discussion about this post