আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় দুই ছাত্র সংগঠনকে সাময়িকভাবে স্থগিত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১০ নভেম্বর) হুমকি দিয়ে বক্তব্য ও ভীতি প্রদর্শনের অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কমিটির চেয়ারম্যান জেরাল্ড রোসবার্গ বলেছেন, স্টুডেন্টস ফর জাস্টিস ইন ফিলিস্তিন ও ইহুদি ভয়েস ফর পিস পুরো সেমিস্টার জুড়ে স্থগিত থাকবে। এক বিবৃতিতে জেরাল্ড রোসবার্গ বলেন, দুইটি সংগঠন বারবার ক্যাম্পাসে বিষয়টি নিয়ে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নীতি লঙ্ঘন করেছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে একটি অনুমোদনবিহীন ইভেন্টে হুমকি দিয়ে বক্তব্য ও ভীতি প্রদর্শন করেছে তারা। সংগঠনগুলো ক্যাম্পাসের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত নিলেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।
Discussion about this post