ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী ও পেশাজীবীদের সুবিধার্থে বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে যথাক্রমে দুইটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাবে। মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএলের এমআরটি লাইন-৬ উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো ট্রেন দুইটি বর্তমানে চালু সকল মেট্রোরেল স্টেশনে থামবে। এই মেট্রো ট্রেন দুইটিতে শুধুমাত্র এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।
Discussion about this post