স্পোর্টস ডেস্ক: স্বরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটাচ্ছে বাংলাদেশ। মাত্র ১ টা ম্যাচ জয়ের পর আর কোন ম্যাচে তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি টাইগাররা। তবে টাইগারদের এই ব্যার্থতার দায় সম্পূর্ণ নিজের উপরে নিলেন বাংলাদেশ জাতীয় দলের হেড কোন হাথুরুসিংহ শ্রীলঙ্কা ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।’ ‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।’-আরও যোগ করেন তিনি। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর সাকিব আল হাসান জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ বললেও তিনি দ্বিমত পোষণ করবেন না।
Discussion about this post