পটুয়াখালী প্রতিনিধি: একদফা দাবি ও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি’র ডাকা ৫ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার অবরোধে পটুয়াখালী জেলা বিএনপি’র নির্দেশ মোতাবেক পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে মশাল জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। শনিবার রাতে কুয়াকাটা পটুয়াখালী মহসড়কের বশাক বাজার এলাকা পায়রা পেট্রোল পাম্প এর সামনে থেকে মিছিলটি করমজাতলা এলাকায় সামনে এসে শেষ হয়। এসময় সরকারের পদত্যাগ চেয়ে সরকার বিরোধী ও অবরোধের বিভিন্ন স্লোগানে মুখরিত হয় ছাত্রদলের নেতাকর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে পটুয়াখালী জেলা ছাত্রদলের শতাধিক নেতা কর্মীরা মশাল নিয়ে স্লোগান দিয়ে মিছিল বের করে। প্রায় আধাঁঘন্টার মতে মিছিল করে তারা চলে যায়। এছাড়া পটুয়াখালী জেলা বিএনপির নির্দেশে বাউফল দশমিনা ও গলচিপা মহাসড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ করে ছাত্রদল স্বেচ্ছাসেবক দল নেতা কর্মিরা। পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি চলছে। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা ও গায়বানা মামলা অত্যাচার ও নির্যাতন করছেন তাই কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে এই অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। আজকে পটুয়াখালী সব উপজেলাতে অবরোধ কর্মসূচির সমর্থন জানিয়ে মশাল মিছিল সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Discussion about this post