স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও বনশ্রী গরুর হাট সংলগ্ন এলাকায় অসীম যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের দেয়া আগুন গাড়ির চালক সবুজ (৩০) দগ্ধ হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি। রবিবার(০৫ নভেম্বর)সকাল সাড়ে ৭টার দিকে এই আগুনের ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল ৯টার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। সজীবের স্ত্রী রোশেদা জানান, আমার স্বামী অসীম পরিবহন বাসে ড্রাইভারি করে সকাল সাতটার দিকে খিলগাঁও বনশ্রী তিন নম্বর ওয়ার্ড গরুর হাট সংলগ্ন এলাকায় আমার স্বামীর বাসে আগুনের ঘটনা শুনতে পাই। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বাস থেকে দগ্ধ আমার স্বামীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে আমার স্বামীকে চিকিৎসক ভর্তি দিয়েছে। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানা এলাকায় বর্তমানে, মেরুল বদলা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো তরিকুল ইসলাম জানান,খিলগাঁওয়ে বনশ্রী এলাকা থেকে সবুজ নামে এক গাড়ি চালক দগ্ধ হয়ে এসেছে তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ হয়েছে তাকে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
Discussion about this post