বাদল চৌধুরী / নুর আলম: প্রধানমন্ত্রী আগারগাঁও থেকে মতিঝিল অংশ মেট্রোরেল উদ্বোধন করেন শনিবার ৪ নভেম্বর বিকেল তিনটায় | উদ্বোধন পরবর্তী জনসমাবেশ আয়োজন করা হয় | সমাবেশে যোগ দিতে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য একেএম রহমতুল্লাহর পুত্র হেদায়েতুল্লাহ রণের নেতৃত্বে আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যোগ দেন | হেদায়েত উল্লাহ রণের নেতৃত্বে এই সমাবেশে মহানগর উত্তর আওয়ামীলীগের ৩৭ নং ওয়ার্ডের নেতৃত্ব দেন এমদাদুল হক এমদাদ | এসময় ওয়ার্ড নেতা হাজী নাজির হোসেন, মাসুদ মনোয়ার, হাজী রমজান আলী, আনিসুজ্জামান, সবুজ, হাজী বাবু, মজিবুর রহমানসহ ওয়ার্ডের আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা | এছাড়া ২১ নং ওয়ার্ডের নেতৃত্ব দেন মিজানুর রহমান ধনু ও মোজাম্মেল হক হীরা
Discussion about this post