আন্তর্জাতিক ডেস্ক: হামাসের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবে শুক্রবার নেতানিয়াহুর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে গাজায় সহায়তা পাঠানোর জন্য হামলা বন্ধে সম্মত হওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের আহ্বানে নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ পর্যন্ত সব জিম্মি মুক্ত না হবে ততক্ষণ এ ধরনের কোনো চুক্তি করা যাবে না। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. টেড্রোস আধানম ঘেব্রেইসাস বলেছেন, গাজা শহরের বৃহত্তম হাসপাতাল আল-শিফার বাইরে বিস্ফোরণের ঘটনায় তিনি পুরোপুরি হতবাক হয়ে গেছেন। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-শিফা থেকে আহতদের রাফাহর দিকে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স বহরকে লক্ষ্য করে বিমান হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা একটি অ্যাম্বুলেন্সে হামলা করেছে যা হামাস যোদ্ধারা ব্যবহার করছিল। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে রকেট হামলা চালিয়ে ১৪০০ জনেরও বেশি লোককে হত্যা এবং ২০০ জনকে জিম্মি করার পর ইসরাইল গাজায় বোমা হামলা শুরু করে।
Discussion about this post