ঢাকা: বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়া সেলের আরেক সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরী সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের একটি দল তাকে গ্রেপ্তার করে। জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post