ঢাকা: ডেঙ্গু ভ্যাকসিনের ফেস থ্রি ট্রায়াল (তৃতীয় ট্রায়াল) করার ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডেঙ্গু ভ্যাকসিনের ফেস টু শেষে এখন ফেস টু বি ট্রায়াল করার পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন আইসিডিডিআরবি’র বিশেষজ্ঞরা। বুধবার সকালে আইসিডিডিআরবি আয়োজিত ডেঙ্গু ভ্যাকসিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বিশেষজ্ঞরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে ডেঙ্গু ভ্যাকসিন ফেস টু ট্রায়াল দেওয়ার পর তার কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা হচ্ছে। তারা বলেন, এখন ফেস টু এর বি ট্রায়াল করার পরিকল্পনা চলছে। আইসিডিডিআরবি চায় দেশেই ডেঙ্গু ভ্যাকসিন তৈরি হোক। সরকারের সাথে ও এ বিষয়ে কথা হয়েছে এবং দেশীয় প্রতিষ্ঠানকে ভ্যাকসিন তৈরির বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানান আয়োজকরা। কিন্তু কবে তা হবে তা নিশ্চিত জানা যায়নি।
Discussion about this post