রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পার্কিংয়ে থাকা একটি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের বিনোদপুর কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ট্রাকটির মালিক মো. হাসিবুর হাসান বিনোদপুর এলাকার আলী রেজার ছেলে। তিনি প্রবাসে থাকায় তার ভাই রমজান আলী ব্যবসা পরিচালনা করেন। স্থানীয়রা জানান, ট্রাকটি বিক্রির উদ্দেশ্যে প্রায় ২ মাস যাবৎ একই স্থানে রাখা ছিল। রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা হঠাৎ ট্রাকে আগুন দেখতে পেয়ে জড়ো হন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে রাজবাড়ী সদর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Discussion about this post