স্টাফ রিপোর্টার: রাজধানীর মতিঝিলের আরামবাগ হাই স্কুল এলাকায় পুলিশে গুলিতে মোঃ নবাব আলী (৬০) নামের এক জামায়াত কর্মী গুলিতে আহত হয়েছে। শনিবার(২৮ অক্টোবর)দুপুর সোয়া একটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসা কেন্দ্র রয়েছে। নবাব আলী নিজে জানান, আমি জামায়াত কর্মী বাগেরহাটের ফকিরহাট থেকে ঢাকায় আমাদের সমাবেশে আসি আমরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের উপরে গুলি চালায়। পরে আমার ডান পায়ের গুলি লাগে আমি গুরুতর আহত হয়ে পড়লে আমার সহকর্মীরা আমাকে নিয়ে আসে। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান আরামবাগ এলাকা থেকে এক জামাত কর্মী গুলিবিদ্ধ হয়ে থাকা মেডিকেলে এসেছে তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তার পায়ে গুলি লেগেছে।
Discussion about this post