আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, হামাসের বিরুদ্ধে তাদের চলমান এ যুদ্ধের ফলাফলই আগামী ৭৫ বছরের জন্য ইসরায়েলের ভাগ্য নির্ধারণ করে দেবে। এ কারণে হামাসের বিরুদ্ধে এ মুহূর্তে যুদ্ধ করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন, উপযুক্ত সময়ে গাজা উপত্যকায় তাদের স্থল অভিযান শুরু হবে। বর্তমানে পরিস্থিতি জটিল হলেও তাদের সেনারা প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘হামাসে উপর নরকের আগুনের বৃষ্টি হচ্ছে’ এবং ‘আমরা স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি।’ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সুরেই কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, তারা গাজায় বর্তমানে যে বিমান হামলা চালাচ্ছেন সেটি বেশ ভালোভাবে কাজ করছে। তিনি আরও জানিয়েছেন, গত ৭ অক্টোবর হামাস যেসব ইসরায়েলিকে ধরে নিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে যা প্রয়োজন তার সবই করবেন তারা। ইসরায়েলের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস চালানোর পরই গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই হলো বেসামরিক মানুষ ও শিশু। গাজায় পূর্ণমাত্রার সম্ভাব্য স্থল অভিযান চালানোর আগে এখন ট্যাংক নিয়ে ছোট ছোট অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবার এবং বৃহস্পতিবার টানা দুই রাত তারা ট্যাংক ও অন্যান্য সাঁজোয়া যান নিয়ে গাজার ভেতর প্রবেশ করেছিল।
Discussion about this post