স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরার ধনিয়াপাড়া জারা প্যাকেজিং এন্ড প্রিন্টিং ফ্যাক্টরি সামনে কাভার্ড ভ্যানের চাপায় রফিকুল ইসলাম (৫৫)নামে নিরাপত্তা কর্মীর নিহত হয়েছে। বুধবার(২৫ অক্টোবর) রাত তিনটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে চারটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের শ্যালক খোরশেদ আলম জানান, আমার দুলাভাই যারা প্যাকেজিংএন্ড প্রিন্টিং ফ্যাক্টরির নিরাপত্তাকর্মী গত রাতে ফ্যাক্টরীর কাভার্ড ভ্যান কার্টুন লোড করে বের হওয়ার সময় ওই কাভার্ড ভ্যান ব্যাকে যাবার সময় আমার দুলাভাই চাঁপা দেয়।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমার দুলাভাইয়ের গ্রামের বাড়ি, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি গ্রামের মৃত বাছের উদ্দিনের সন্তান বর্তমানে , কাঁচপুর ব্রিজ এলাকায় পরিবার নিয়ে থাকতেন।এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। পেশায় ওই ফ্যাক্টরির নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post