আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর বিমান হামলা চলছেই। সবশেষ ইসরায়েলি বিমান হামলায় আরও ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজায় সবশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় ৭০৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩০৫ জনই শিশু। জানা গেছে, এই সংঘাত শুরুর পর থেকে একদিনে এতো মৃত্যু আগে দেখেনি গাজাবাসী। এরমধ্য দিয়ে ফিলিস্তিনে নিহতের বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯১। আহত ১৬ হাজার ২৯৭ জন। অপরদিকে ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ২৪ ঘণ্টায় তারা ৪০০ ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে এবং একই সময়ে হামাসের বেশ কয়েকজন কমান্ডারকে হত্যা করেছে। তারা আরও জানায়, হামাস আরও দুই জিম্মিকে মুক্তি দেয়ার পরও গাজায় হামলা বন্ধ করবে না তারা।
Discussion about this post