স্টাফ রিপোর্টার: রাজধানীর রমনা থানার মগবাজার বৈশাখী হোটেলের সামনে ও পল্টন থানার গুলিস্তান এলাকা হতে অজ্ঞাত(৩৩) ও অজ্ঞাত(৬০) দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২৪ অক্টোবর)সকালে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পল্টন থানার উপ-পরিদর্শক(এস আই) মোঃ মেহেদী হাসান জানান, আমরা খবর পেয়ে গুলিস্তানের গোলাপ শাহ মাজার এলাকা থেকে তাকে উদ্ধার করি।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতেরনাম পরিচয় এখনো জানা যায়নি বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলে জানান তিনি। মরদহ ময়নাতন্ত্রের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। অপরদিকে, মগবাজার বৈশাখী হোটেলের সামনে রাস্তা থেকে এক যুবকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করি।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার উপ-পরিদর্শক(এসআই) মোঃ সাইদুল ইসলাম জানান,আমরা খবর পেয়ে মগবাজারের বৈশাখী হোটেলের সামনের রাস্তা থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি।পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি আরো জানান, নিহতের ভোটার আইডি কার্ড থেকে আমরা নাম পরিচয় জানতে পেরেছি।নিহতের নাম আব্দুল বারেক(৩৩) গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা সফরভাটা গ্রামের মোঃ শামসুল আলমের সন্তান।মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।
Discussion about this post