বিনোদন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২৪ অক্টোবর দশমীর দিন বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এ আয়োজনে থাকছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। মামুন আব্দুল্লাহর প্রযোজনায় পুজার জনপ্রিয় মিউজিক ভিডিও নিয়ে সকাল ৭.৪৫ মিনিটে প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। সকাল ৮টা ২০ মিনিটে বৈশাখীর সকালের গানে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। লিটু সোলায়মানের প্রযোজনায় তিনি গাইবেন দুর্গোৎসব সংশ্লিষ্ট জনপ্রিয় সব গান। আলমগীর রাসেলের প্রযোজনায় সকাল ৯.১০ মিনিটে প্রচার হবে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত পুজার জনপ্রিয় কিছু গান নিয়ে অনুষ্ঠান মিউজিক অ্যালবাম। নিকোলাস হীরার প্রযোজনায় বৃষ্টি ইসলামের উপস্থাপনায় দুপুর ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় সব গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। এ অনুষ্ঠানে থাকছে চাপা ডাঙ্গার বউ, ছেড়ে যাস না এবং অতি সম্প্রতি মুক্তি পাওয়া শাকিব খান, ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের গানসহ জনপ্রিয় আরোকয়েকটি গান।
ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় রাত ১০.০০টায় প্রচার হবে দুর্গা পুজার বিশেষ নাটক ‘বিসর্জন’। অভিনয় করেছেন, আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, অর্চি স্পর্শীয়া, তানভীর ও খালেদা আক্তার কল্পনা। এছাড়াও পুজা উপলক্ষে প্রচার হবে দুটি চলচ্চিত্র। সকাল ১০টা ১০ মিনিটে প্রচার হবে ‘সবার উপরে প্রেম’। অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, ফেরদৌস প্রমুখ। দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘রাজলক্ষী শ্রীকান্ত’। অভিনয় করেছেন রাজ্জাক, শাবানা,বুলবুল আহমেদ, এটিএম শামসুজ্জামান প্রমুখ।
দুর্গা পুজার আয়োজন নিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার বসবাস। বাংলা সংস্কৃতিতে মিশে আছে প্রতিটি উৎসব। দুর্গাপূজাও তেমনি একটি- যা হিন্দু সম্প্রদায়ের এক মহোৎসব। এ উপলক্ষে বৈশাখী টিভি পর্দায় বর্ণাঢ্য তেমন আয়োজন না থাকলেও, যতটুকু করেছি তা দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস।
Discussion about this post