স্টাফ রিপোর্টার: রাজধানী খিলগাঁও থানাধীন মধ্য নন্দীপাড়া এলাকার একটি বাসায় গলায় ফাঁস দিয়ে মোছাঃ শারমিন আক্তার(১৮) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা। শনিবার(২১ অক্টোবর)রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত এগারোটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের চাচা মোঃ হালার সরকার জানান, একটি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন শারমিন শুধু মোবাইল নিয়ে থাকার কারণে মা পড়ালেখার জন্য বকাঝকা করায় মায়ের উপর অভিমান করে। তার নিজরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকলে দরজা ভেঙে তাকি উদ্ধার করেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েআসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান,আমার ভাইয়ের বাড়ি খিলগাঁও মধ্য নন্দীপাড়ার ১২১৩ নম্বর বাসা মোহাম্মদ সেলিম মিয়া কন্যা সন্তান নিহত বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post