স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস। কিন্তু নিজের নামের প্রতি কখনই নিয়মিতভাবে সুবিচার করতে পারেননি এই স্টাইলিশ ব্যাটার। মাঠের ভিতরে পার্ফর্মেন্সে নিয়মিত না হলেও মাঠের বাইরে বিভিন্ন আলোচনায় নিয়মিত এই ক্রিকেটারের এবার সমালোচনা করলেন পাকিস্তানের গ্রেট ওয়াসিম আকরাম। ভারতের বিপক্ষে দারুণ শুরু করেও আউট হওয়ার ধরন পছন্দ হয়নি ওয়াসিম আকরামের। এছাড়াও ভারতের বিপক্ষে দলের হারের দায়টা শুধুই লিটন দাসের উপরে দিয়েছেন তিনি। ৬৬ রান করা লিটনের অমন শটের সমালোচনায় মেতেছিলেন ওয়াসিম। তিনি বলেন, তরুণেরা তো সিনিয়রদের দেখেই শিখবে। লিটন দাস অনেক দিন ধরেই খেলছে। সে বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়। কিন্তু সে যে সময় আউট হয়েছে, যে শট খেলে আউট হয়েছে, সেটার কোনো দরকারই ছিল না। পরিস্থিতিও অমন শট খেলার উপযোগী ছিল না। তার উচিত ছিল অমন শট না খেলে দেখে শুনে ব্যাটিং করে যাওয়া।’ লিটন দাসকে নিয়ে ওয়াসিম আকরামের এমন সমালোচনা অবশ্য এবারই প্রথম না। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশ দলের এই ওপেনারকে নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বলেই লিটনের আউট হওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন ওয়াসিম আকরাম। নিউজিল্যান্ড ম্যাচের পর ওয়াসিম আকরামের ছিল তার গেইম রিডিং অ্যাবিলিটি নিয়ে, ‘লিটন দাস অনেকদিন ধরে খেলছে। সে এখন আর তরুণ নয়। বুঝতে পারলাম, বলটা বাজে ছিল। ন্যাচারালি শটটা চলে এসেছে। তবে এটা ৫০ ওভারের ম্যাচ। ফাইন লেগ পেছনে থাকলে সিঙ্গেল নাও। এসব কি আমাদের বলতে হবে?’
Discussion about this post