স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে শেখ মুস্তাফিজুর রহমান(কাজল) (৪৬) নামে এক ব্যক্তির আত্মহত্যা। শুক্রবার(২০ অক্টোবর)বিকেল ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে চারটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী মিলি আক্তার জানান, আমার স্বামী পেশায় ফ্রিল্যান্সার বিকেলের দিকে আমাদের দুজনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে তার নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেয়।পরে আমি দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি খুলনা সদর জেলার মৃত আব্দুল শেখের সন্তান।বর্তমানে খিলগাঁও বনশ্রীর ১৪ নম্বর রোডে ৮ নম্বর বাসায় থাকতেন। নিহত এক সন্তানের জনক ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Discussion about this post