স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী কাজলা হানিফ ফ্লাই ওভারে পিকআপ ভ্যানে ধাক্কায় মোটরবাইক আরোহী বেলাল হোসেন রানা(৪৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) রাত ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের ভাগিনা নিশাদ জানান, আমার মামা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন অফিস শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কাজলা হানিফ ফ্লাই ওভারের উপরে পিকআপ ভ্যান মটরবাইক কে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হন।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আমার মামার গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার চাটখিল থানার সাহাপুর গ্রামের নবীুল্লাহ চৌধুরী সন্তান, বর্তমানে যাত্রাবাড়ী সানারপাড় এলাকায় থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।
Discussion about this post