স্পোর্টস ডেস্ক: বোনকে হারালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও অধিনায়ক শহিদ আফ্রিদি। মঙ্গলবার দেশটির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ক্রিকেটারের বোন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আফ্রিদি নিজেই। একই পোস্টে বোনের জানাযার খবরটিও জানান আফ্রিদি। গতকালই আফ্রিদি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, তার বোন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বোনের শারীরিক অবস্থা বিবেচনায় নিজের ভ্রমণসূচিতেও পরিবর্তন এনেছিলেন সাবেক এই ক্রিকেটার। একদিন পরেই জানালেন, বোনের মৃত্যুর সংবাদ। এক্সে নিজের প্রোফাইলে করা পোস্টে আফ্রিদি লিখেছেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর অধীন এবং তার কাছেই আমাদের প্রত্যাবর্তন। ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি, আমাদের প্রিয় বোন ইন্তেকাল করেছেন এবং তার নামাজে জানাযা বাদ যোহর খায়াবান-ই-গালিব ২৬ নং রোডের জাকারিয়া মসজিদে অনুষ্ঠিত হবে।’ আফ্রিদিরা মোট ১১ ভাই-বোন। ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে আফ্রিদি পঞ্চম। তার অপর দুই ভাই তারিক আফ্রিদি ও আশফাক আফ্রিদিও ক্রিকেট খেলেছেন।
Discussion about this post