ঢাকা: বাংলাদেশের সড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচলের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেছেন, ‘সড়কে মেয়াদোত্তীর্ণ যানবাহন পাঁচ লাখের বেশি আছে। এ সংখ্যা কমবেশি হতে পারে। ’ আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ ভবনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিষয়টি স্বীকার করেন। নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, ‘সড়ক নিরাপদ করতে হলে সবার সচেতনতা দরকার। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ফলে সচেতন না হলে নিরাপদ সড়ক বাস্তবায়ন আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। আমাদের আইন প্রয়োগে দুর্বলতা আছে। কারণ বিআরটিএর পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নেই। তা হলে কিভাবে আমরা আইন প্রয়োগ নিশ্চিত করব? তিনি বলেন, দেশে বর্তমানে মেয়াদোত্তীর্ণ গাড়ির সংখ্যা পাঁচ লাখেরও বেশি। যদিও এরমধ্যে ৩০ শতাংশ রাস্তায় চলে না। ফিটনেসবিহীন গাড়িও আছে। গাড়ির রং চটা থাকলেই সেটা কিন্তু আনফিট বা মেয়াদোত্তীর্ণ বলা যাবে না। নূর মোহাম্মদ মজুমদার আরও বলেন, এবার সপ্তমবারের মতো জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হবে। সামাজিক আন্দোলন ছাড়া সড়কের সংকট পরিবর্তন হবে না। এজন্য ব্যাপকভাবে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো হবে।
Discussion about this post