ঢাকা : খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশের মহানগর ও জেলা শহরে শনিবার তিন ঘণ্টা অনশন করছে বিএনপি। কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এ অনশন চলবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা অনশনে উপস্থিত আছেন। কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। দলের অন্যান্য জেলা ও মহানগর কমিটিও এই কর্মসূচির আয়োজন করবে। যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়েছেন। আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোট একই দাবিতে অনশন কর্মসূচি পালন করছে। ১২ দলীয় জোট খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতার জন্য জোটের উদ্যোগে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর পানির ট্যাংকির সামনে (বিজয় চত্বর) প্রতীকী অনশন ও গণদোয়া সমাবেশ করছে। এ ছাড়া একই দাবিতে জাতীয়তাবাদী সমমনা জোট বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্সের সামনে এবং গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টির উদ্যোগে মতিঝিল নটর ডেম কলেজের উল্টো দিকে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করছে।
Discussion about this post